Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

ভোটার তালিকা প্রণয়ন

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক সময়ে সময়ে ভোটার তালিকা প্রণয়ন করা হয়। তখন বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহ করে রেজিস্ট্রেশন কেন্দ্রে ছবি তোলার পর  তালিকা প্রণয়ন করা হয়।

ভোটার তালিকা হালনাগাদকরণ

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক সময়ে সময়ে ভোটার তালিকা হালনাগাদ  করা হয়। তখন ভোটারযোগ্য ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে ভোটার তালিকায় নাম সংযোজন এবং মৃত ব্যক্তির নাম কর্তন করে হালনাগাদ করা হয়।

ভোটার তালিকা স্থানান্তর

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম এবং কোন নির্বাচনি এলাকার নির্বাচনের জন্য তফসিল ঘোষণার পূবে ভোটারের আবেদনের প্রেক্ষিতে ভোটার তালিকায় থাকা নাম এক এলাকা  হতে অন্য এলাকায় নাম স্থানান্তর করা যায়।

জাতীয় পরিচয়পত্র প্রস্তুত ও বিতরণ

ভোটার  তালিকা প্রণয়ন ও হালনাগাদের পর  নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ  হতে সরবরাহকৃত জাতীয় পরিচয়পত্র ভোটারদের মাঝে বিতরণ করা হয়।

জাতীয় পরিচয়পত্র সংশোধন

জাতীয় পরিচয়পত্র সংশোধনের বিষয়ে উপযুক্ত প্রমানাদিসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে নির্ধারিত ফরমে ফি ২০০/- এবং ভ্যাট ৩০/- টাকা ট্রেজারী চালান/সোনালী সেবা/ডাচ বাংলা মোবাইল ব্যাংক ও পে-অর্ডারের মাধ্যমে আবেদনের প্রেক্ষিতে জাতীয় পরিচয়পত্র সংশোধন করা হয়।

হারানো জাতীয় পরিচয়পত্র ফেরত পাওয়া

জাতীয় পরিচয়পত্র হারানো গেলে সংশ্লিস্ট থানার জিডির কপিসহ  সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে নির্ধারিত ফরমে ফি ২০০/- এবং ভ্যাট ৩০/- টাকা ট্রেজারী চালান/সোনালী সেবা/ডাচ বাংলা মোবাইল ব্যাংক ও পে-অর্ডারের মাধ্যমে আবেদনের প্রেক্ষিতে ডুপ্লিকেট পরিচয়পত্র প্রদান করা হয়।

 

বায়েমেট্রিক্স আপডেটমোবাইল সিম রেজিস্ট্রেশনের জন্য ফিঙ্গার প্রিন্ট ম্যাচ না হলে যে কোন উপজেলা নির্বাচন অফিসে নির্ধারিত ফরমে বিনামূল্যে বায়েমেট্রিক্স আপডেট করা যাবে।